ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মামা শ্বশুরকে হত্যার ১৭ বছর পর গ্রেফতার আরজিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
মামা শ্বশুরকে হত্যার ১৭ বছর পর গ্রেফতার আরজিনা

রংপুর: রংপুরে মামা শ্বশুরকে হত্যা দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আরজিনা বেগমকে (৩৬) ১৭ বছর আত্মগোপনে থাকার পর গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।
 
সোমবার (১০ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর র‌্যাব-১৩’এর অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।



এতে জানানো হয়, ২ অক্টোবর ২০০৬ সালে মিঠাপুকুর থানায় মামা শ্বশুরকে হত্যার অভিযোগে একটি হত্যা মামলা দায়ের করা হলে আরজিনা বেগম আত্মগোপনে চলে যান।

মিঠাপুকুর থানা পুলিশ ব্যাপক অনুসন্ধান শেষে আরজিনার অনুপস্থিতিতে আদালতে চার্জশিট পাঠালে বিচারক সাক্ষ্যপ্রমাণ শেষে আরজিনাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

র‌্যাব ৪, সিপিসি- ২ সাভার ক্যাম্পের ছায়াতদন্তের একটি সুনির্দিষ্ট অনুসন্ধানের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে রংপুর সিপিএসসি রংপুর র‌্যাব-১৩ এর একটি অভিযানিক দল ৯ এপ্রিল যৌথ অভিযান চালিয়ে লালমনিরহাট সদর উপজেলার খেদাবাগ এলাকা থেকে আরজিনাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞসাবাদে আরজিনা সাজাপ্রাপ্ত মামলার আসামি বলে স্বীকারোক্তি দেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, আসামি আরজিনাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।