পাথরঘাটা (বরগুনা): বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রাম’র বাস্তবায়নে উপকূলীয় উপজেলা পাথরঘাটায় দরিদ্র ও গৃহহীনদের ঘর নির্মাণে ৫০ পরিবারকে ১ লাখ ৩০ হাজার টাকা করে দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় শুধু পাথরঘাটায় ৩০০ গৃহহীন গৃহ নির্মাণে আর্থিক সহায়তা পাবে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আর্থিক সহায়তার টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগ্রাম’র প্রতিষ্ঠাতা চৌধুরী মোহাম্মদ মাসুম, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সংগ্রাম’র এরিয়া ম্যানেজার রিপন মিয়া, ম্যানেজার মো. মামুন মিয়া প্রমুখ।
সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধুরী মোহাম্মদ মাসুম বলেন, পাথরঘাটা একটি উপকূলবর্তী উপজেলা। এখানে দুর্যোগে নদী ভাঙনে গৃহহীন হয়ে পড়ে অনেকে। রয়েছে আর্থিক সংকটও। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে মঙ্গলবার ৫০ পরিবারকে মাথাপিছু ১ লাখ ৩০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। শতকরা ৩ টাকা হারে সুদ নেওয়া হবে। ঋণ পরিশোধের সময়সীমা ৩ বছর।
তিনি আরও বলেন, আরও ২৫০ পরিবারকে গৃহহীন ঋণ দেব। পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- দেশে কোনো গৃহহীন থাকবে না। আজকের এ আর্থিক সহায়তা তারই একটি অংশ।
শফিকুল ইসলাম খোকন বলেন, আমরা অনেকেই আছি যে খাতে ঋণ নেই, সেই খাতে ব্যয় করি না। যারা এইখাতে ঋণ নিচ্ছেন তারা যথাযথ খাতেই ব্যয় করবেন বলে আশা করছি।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এসআরএস