ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে অনুদানের চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
রাঙামাটিতে অনুদানের চেক বিতরণ

রাঙামাটি: রাঙামাটিতে অনুদানের চেক বিতরণ করলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।  

মঙ্গলবার (১১এপ্রিল) দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে ছয় ব্যক্তিকে পাঁচ লাখ টাকার চেক বিতরণ করেন এমপি।

এ সময় এমপি বলেন, সরকার উন্নয়নের পাশাপাশি মানুষকে নানারকম সহযোগিতা করে যাচ্ছেন। এটাই সরকারের বড় সফলতা। অতীতে যত সরকার আসুক না কেন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সমান কেউ করতে পারিনি।  

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, সদস্য ঝরণা খীসাসহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।