ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হোটেলে বসে মাদক সেবন, পাঁচ যুবকসহ আটক ৬

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
হোটেলে বসে মাদক সেবন, পাঁচ যুবকসহ আটক ৬

সিলেট: মাহে রমজানেও সিলেট নগরের শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন আবাসিক হোটেলে বসে মাদক সেবনকালে ৫ যুবক ও হোটেল ম্যানেজারকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) ভোররাত ৩টার দিকে দরগা বাজার এলাকার নিউ জালালি হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিলেটের বিয়ানীবাজারের পাতন গ্রামের আইনুল মিয়ার ছেলে ইজ্জল(২৪), একই উপজেলার নয়াগ্রামের হরিদাসের ছেলে লিটন দাস (২৫), মোল্লাপুর গ্রামের লতিফ মিয়ার ছেলে আফজল (৩০), গোলাপগঞ্জের চন্দনপুর গ্রামের নরজুল মিয়ার ছেলে রফিক (২৮), নগরের কাজীটুলার আক্তার হোসেনের ছেলে আশফাক (৩১) ও জকিগঞ্জ থানার মকদ্দস আলীর ছেলে নিউ জালালি হোটেলের ম্যানাজার রিপন মিয়া।

সিলেটের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দরগা বাজারের নিউ জালালি হোটেলে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ৬ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু মাদক জব্দ করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এনইউ/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।