ঢাকা: বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) রাখা হয়েছে। তবে তাঁর জানাজার সময় জানানো হয়নি এখনও।
এর আগে মঙ্গলবার দিনগত (১২ এপ্রিল) রাত সোয়া ১টায় ডা. জাফরুল্লাহর মরদেহ গোসল করানোর জন্য মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
দীর্ঘদিন যাবৎ কিডনি জনিত সমস্যার কারণে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৮১ বছর বয়সে মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এসএ