ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

আমগাছে পেঁচানো ছিল বৈদ্যুতিক তার , মারা গেল দুই শিশু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
আমগাছে পেঁচানো ছিল বৈদ্যুতিক তার , মারা গেল দুই শিশু

ঢাকা: রাজধানীর ডেমরার বামৈল সাধুর মাঠ এলাকায় একটি বাড়ির আমগাছের চারপাশে পেঁচিয়ে রাখা হয়েছিল সংযোগসহ বৈদ্যুতিক তার। যাতে কেউ গাছে উঠে আম না পাড়তে পারে।

বিষয়টি জানা ছিলো না আরিয়ান (৮) ও রায়হান (২) নামে দুই সহোদরের।

আম পাড়তে তারা গাছটির কাছে গেলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। বুধবার (১২ এপ্রিল) বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

দুই সহোদরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তবে শেষ রক্ষা হয়নি।  

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে তাদের মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।  

জানা গেছে, নিহত দুই শিশু ময়মনসিংহের কোতোয়ালী থানার বাজিতপুর গ্রামের মারফত মিয়ার ছেলে। পরিবারটি ডেমরা বামৈল মফিজ মিয়ার বাড়িকে থাকেন। ৩ ভাই ১ বোনের মধ্যে তারা ছিলো ছোট।  

শিশুটির বাবা মারফত মিয়া জানান, সকালে তিনি অটোরিকশা চালাতে বের হন। শিশুদের মা এ্যানি বেগম বামৈল ব্যাংক কলোনী সাধুর মাঠ সংলগ্ন একটি ছাতার কারখানায় চাকুরি করেন। সকালে দুই সন্তানকে সঙ্গে নিয়ে কাজে যান তিনি। এরপর তিনি খবর পান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে শিশু দুটি। তখন তিনি ঘটনাস্থল থেকে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যান।

এদিকে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আম রক্ষায় গাছে বৈদ্যুতিক তার পেঁচিয়ে মরণ ফাঁদ বানিয়ে রেখেছিলেন এর মালিক, এমন দাবি স্থানীয়দের।

ব্যাংক কলোনী সাধুর মাঠ সংলগ্ন একটি বাড়ির বাসিন্দা ইয়াসির আরাফাত জানান, তার বাসার জানালা দিয়ে দেখতে পান, পাশের একটি বাড়ির আমগাছের নিচে পড়ে আছে শিশু দুটি। তখনই তার সন্দেহ হলে সেখানে গিয়ে দেখেন, অচেতন অবস্থায় পড়ে আছে তারা। আমগাছটির নিচে বিদ্যুতের তার জড়ানো। তখন আশপাশের লোকজন ডেকে তিনি প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আমগাছটির মালিকের নাম দিপু। গাছটি থেকে কেউ যাতে আম পেরে নিয়ে যেতে না পারে সেজন্য তিনি গাছের নিচে চারপাশে বিদ্যুতের তার জড়িয়ে রেখেছিলেন। গতবছরও একই কাজ করেছিলেন। সেই তারে বিদ্যুৎ থাকায় এই ঘটনা ঘটেছে।

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপাপ্ত  কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে আম পাড়তে গিয়ে ওই গাছের নিচে যাওয়ার সাথে সাথেই দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। জানা গেছে ওই আম গাছের নিচে বিদ্যুতের তার পেঁচানো ছিল। এই দুই শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করায় সেখানে পুলিশ অবস্থান নেয়।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।