ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তিকে হাতিয়ার করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
‘স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তিকে হাতিয়ার করতে হবে’ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী -বাংলানিউজ

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেছেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়নতা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। একুশ শতকের পৃথিবীতে নিজেদের এগিয়ে নিতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে মেধা ও দক্ষতার সমন্বয়ের পাশাপাশি তথ্য-প্রযুক্তির ব্যাপক ব্যবহার ও উন্নয়নের পথযাত্রায় একে হাতিয়ার করতে হবে।

বুধবার (১২ এপ্রিল) বিকেলে ঢাকা ক্লাবের স্যামসন হলে বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরাম আয়োজিত 'স্মার্ট বাংলাদেশ ২০৪১: ট্রান্সফর্মিং দ্য পেপার কারেন্সি টু ডিজিটাল' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

ফোরামের সভাপতি সাবেক সচিব ড. মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে সেমিনারে কী-নোট পেপার উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ। বক্তব্য রাখেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, ফোরামের মহাসচিব মো. ইমরান, বিসিএস (কর) মহাপরিচালক ফজলুল হক আরিফ, রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ সরকারি, সায়ত্ত্বশাসিত সংস্থার বিপুল সংখ্যক কর্মকর্তা অংশ নেন।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ