ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ৩ প্রতিষ্ঠাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
মানিকগঞ্জে ৩ প্রতিষ্ঠাকে জরিমানা

মানিকগঞ্জ: ঈদকে সামনে রেখে নকল প্রসাধনী বিক্রির অপরাধে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

আসাদুজ্জামান রুমেল বলেন, ভ্যাট ফাঁকি দিয়ে পণ্য বিক্রি ও নকল প্রসাধনী বিক্রির অপরাধে ভাড়ারিয়া ইউনিয়নের আয়েশা আবেদ কসমেটিকসকে ১৫ হাজার, ইভা ফ্যাশন অ্যান্ড কালেকশনকে ৫ হাজার ও সাজ কসমেটিকসকে ১০ হাজারসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানকালে সার্বিক সহায়তা করেন সদর উপজেলা প্রশাসনের স্যানিটারি ইন্সপেক্টর ও ৩৬ আনসার ব্যাটালিয়ন।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।