ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবচরে আগুনে পুড়ে ছাই ১১ ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
শিবচরে আগুনে পুড়ে ছাই ১১ ঘর ফাইল ফটো

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১১টি ঘর। শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে শিবচরের উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল (শুক্রবার) সন্ধ্যার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। আগুনে আনোয়ার শিকদারের নগদ ৬ লাখ টাকা, ২টি বসতঘরসহ ৩টি ঘর, রব শিকদারের বসতঘরসহ ২টি ঘর, জলিল শিকদারের বসতঘরসহ ২টি ঘর, মিন্টু শিকদারের বসতঘরসহ ২টি ঘর, সুজাত শিকদারের বসতঘরসহ ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে মোট পাঁচ পরিবারের ১১টি ঘর, মালামাল, কবুতর, হাঁস-মুরগি পুড়ে যায়। এতে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

আগুনের খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবচর ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য মতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে সময় মতো পানি সরবরাহ করতে পারায় ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।