ঢাকা: রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে পানি সংগ্রহ করা হচ্ছে পাশ্ববর্তী ঢাকা কলেজের পুকুর থেকে।
পুকুরের সঙ্গে ওয়াসার লাইনের সংযোগ তৈরি করে এ পানি ঘটনাস্থলে নিচ্ছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৫ এপ্রিল) ভোরে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ঢাকা কলেজের মূল ফটক থেকে বেশ কিছু পানির পাইপ অগ্নিকান্ড স্থলের দিকে গেছে৷
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের শিক্ষার্থী কাউসার আহমেদ বলেন, আগুন নেভাতে আমাদের কলেজের পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে৷ পানির সরবরাহ নিশ্চিত করতে ওয়াসার লাইন পুকুরে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
আগুন লাগার কথা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেছেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরাও। আর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা কাজ করছেন।
বাংলাদেশ সময়: ১০২৫, এপ্রিল ১৫, ২০২৩
এনবি/এসএ