ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সেলাই মেশিনের সঙ্গে ধাক্কা লেগে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
সেলাই মেশিনের সঙ্গে ধাক্কা লেগে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর একটি বাসায় খেলার সময় মায়ের সেলাই মেশিনের সঙ্গে ধাক্কা লেগে ইবনে ফারহান (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বেলা ৩টার দিকে উত্তর শাহজাহানপুরের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।  

জানা যায়, আলী ইকরামুল কবির ও আবিদা সুলতানা দম্পতির একমাত্র সন্তান ছিল ফারহান। স্থানীয় ন্যাশনাল আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়তো সে।

হাসপাতালে শিশুটির মা আবিদা সুলতানা জানান, দুপুরে তিনি শুয়ে ছিলেন। শিশুটির বাবা ছিলেন অফিসে। রুমের ভেতরে খেলা করছিল ফারহান। খেলতে খেলতে রুমের একপাশে থাকা সেলাই মেশিনের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে নাক ও মুখে আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনেরা দাবি করছেন, খেলার সময় এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিস্তারিত তদন্তের জন্য শাহজাহানপুর থানা পুলিশকে জানানো হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।