খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের ১৫০ গজের মধ্যে স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের দেওয়া বাধার নিষ্পত্তি হয়েছে। যেকোনো সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় চাইলে অবকাঠামো উন্নয়ন কাজ শুরু করতে পারবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
শনিবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রামগড়ে ফেনী নদীর উপর নির্মিত ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুতে বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, মৈত্রী সেতু চালু হলে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। ইমিগ্রেশন কার্যক্রম চালু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রস্তুতি নিলে বিজিবির পক্ষ থেকে যা করণীয় তা পালন করা হবে। এছাড়া অনান্য বিষয়গুলো পর্যায়ক্রমে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে।
বিএসএফ’র পক্ষে শুভেচ্ছা বিনিময়কারী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উদয়পুর সেক্টরের ডিআইজি শেখর গুপ্তা।
এর আগে, বিজিবি মহাপরিচালক সড়ক পথে রামগড়ে উপস্থিত হয়ে বিজিবির সূতিকাগার ঐতিহ্যবাহী রামগড় ব্যাটালিয়ন সদর, বিজিবি স্মৃতিস্তম্ভ, বিশেষ ক্যাম্প, আইসিপি ও মহামুনী বিওপি পরিদর্শন করেন। এ সময় তিনি আভিযানিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সৈনিকদের সাথে কুশল বিনিময় ও দিকনির্দেশনা দেন।
এ সময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), চট্টগ্রাম রিজিয়নে ডেপুটি রিজিয়ন কমান্ডার, গুইমারা সেক্টর কমান্ডার, সদর দপ্তর বিজিবির পরিচালক (পরিকল্পনা), চট্টগ্রাম রিজিয়নের পরিচালক (অপারেশন) উপিস্থত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এমজেএফ