ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে মিলল নদীতে নিখোঁজ জেলের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
কালীগঞ্জে মিলল নদীতে নিখোঁজ জেলের মরদেহ প্রতীকী ছবি

সাতক্ষীরা: জেলার কালীগঞ্জের কাঁকশিয়ালী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রামপ্রসাদ হালদার (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে নিখোঁজ হওয়ার সাড়ে চার ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল।

নিহত রামপ্রসাদ হালদার উপজেলা সদরের বাজারগ্রামের সন্তোষ হালদারের ছেলে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কাঁকশিয়ালী নদীর খান বাহাদুর আহছানউল্লা (র.) সেতুর নিচে জাল ফেলতে গিতে প্রবল স্রোতে ভেসে যান রামপ্রসাদ হালদার।

স্থানীয় ইউপি সদস্য আবু মুসা সরদার জানান, রামপ্রসাদ হালদার কাঁকশিয়ালী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। শনিবার তিনি নদীতে জাল ফেলতে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের খবর দিলে তাদের একটি ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে বেলা সাড়ে তিনটার দিকে তার মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।