ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে ফোরকানুজ্জামান (৩৮) নামে এক ব্যবসায়ী মারা গেছেন।

রোববার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার জসিম উদ্দিন রোডে এ দুর্ঘটনা ঘটে।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

মৃত ফোরকানুজ্জামান বাগেরহাট জেলার চিমলমারী উপজেলার কালিহাতি মধ্যপাড়ার আশ্বাব আলীর ছেলে। মিরপুর ডিওএইচএস এলাকায় থেকে স্টকলোডের ব্যবসা করতেন তিনি।

মৃত ফোরকানুজ্জামানের শ্যালক কাজি হেদায়েত জানান, ফোরকানুজ্জামান স্টকলোডের ব্যবসা করতেন। দুপুরে ব্যবসার কাজে উত্তরা গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে মিরপুরের বাসায় আসার পথে ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। এসময় ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে প্রথমে উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। ফোরকানুজ্জামানের মোটরসাইকেলের পেছনে এক ব্যক্তি ছিলেন। তবে তার বিষয়ে কিছু জানা যায়নি।

ফোরকনুজ্জামানের স্ত্রী রাফেজা আক্তার দুই ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।