ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে দেড় লাখ বাগদা চিংড়ি রেণু জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
লক্ষ্মীপুরে দেড় লাখ বাগদা চিংড়ি রেণু জব্দ 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে দেড় লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

পরে জব্দ রেণুগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।  

দণ্ডপ্রাপ্তরা হলেন, রামগতির চর আলগী গ্রামের রফিকুল হকের সামছুদ্দিন ও পৌর এলাকার ইলিয়াস হোসেনের ছেলে আকবর হোসেন।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। এসময় সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।  

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরী বলেন, মেঘনা নদী থেকে অবৈধভাবে বাগদা চিংড়ির রেণু শিকার করে বিক্রির উদ্দেশ্যে জমা করা হয়। খবর পেয়ে নদী সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে দুটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১৩০ ড্রামে থাকা দেড় লাখ রেণু জব্দ করা হয়। পরে সেগুলো নদীতে অবমুক্ত করে দেওয়া হয়েছে। এ সময় দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা এপ্রিল ১৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।