ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পিকআপভ্যানের ধাক্কায় বাইকার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
পিকআপভ্যানের ধাক্কায় বাইকার নিহত

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপভ্যানের ধাক্কায় দ্বীন ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৫টায় সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দ্বীন ইসলাম ফেনী জেলার বনানীপাড়ার মৃত ছোরাব মোল্লার ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন- সুমন মিয়া (৩২), চাঁন মিয়া (৩২), শিমুল মিয়া (৩৮), আক্তার হোসেন (৩৫) ও সিরাজ মিয়া (৩০)। তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, এদিন বিকেলে দ্রুতগামি একটি ট্রাক বিপরীতগামি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর পিকআপভ্যানটি আরওো চার পথচারিকে চাপা দেয়। এতে ওই পথচরিরা গুরুতর আহত হন।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. সামসুদ্দোহা পিপিএম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপভ্যান ও মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০২৩
এনইউ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।