ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কমিউটার ট্রেনের টিকিট পেতে যাত্রীদের ভিড় 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
কমিউটার ট্রেনের টিকিট পেতে যাত্রীদের ভিড়  ছবি: ডিএইচ বাদল 

ঢাকা: আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম ছাড়লেও কমিউটার ট্রেনের টিকিট ছাড়ে যাত্রার দিনে।  

পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামে ফিরতে যারা আগে টিকিট পাননি তারা দাঁড়িয়েছেন কমিউটার ট্রেনের টিকেটের লাইনে।

আর তাতেই সকাল থেকে টিকিট পেতে দীর্ঘ লাইন দেখা গেছে কাউন্টারে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে এমন চিত্রই দেখা গেছে।

চাপাইনবাবগঞ্জ ও গফরগাঁওগামী দুটি কমিউটার ট্রেনের দেখা গেছে প্রচণ্ড ভিড়। কমিউটার ট্রেনের টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে থাকা শাহেদ নামের এক ব্যক্তি গফরগাঁও যাবেন। তিনি বলেন, আগে অনলাইনে টিকিট কাটতে পারিনি। আজকে গফরগাঁও যাব তাই ট্রেনের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছি।

নজরুল ইসলাম ভূঁইয়া আন্তঃনগর ট্রেনের টিকিট কাটতে পারেননি। নিজের অফিস থাকায় আগেই পরিবারের লোকজনকে বাসে করে চাঁপাইনবাবগঞ্জে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আজ বাড়ি যাবেন তিনি। কিন্তু আন্তঃনগর ট্রেনের টিকিট না পেয়ে কমিউটার ট্রেনের লাইনে দাঁড়িয়েছেন নজরুল।  

তিনি বলেন, সকালে এসে ছিলাম স্ট্যান্ডিং টিকিট কাটতে কিন্তু ট্রেনের টিকিট পাইনি। তাই কমিউটার ট্রেনের টিকিট কাটতে লাইনে এসে দাঁড়িয়েছি।

রুহুল আমিন নামের আরেক যাত্রী বলেন, একা মানুষ এজন্য ভাবলাম যাওয়ার সময় টিকিট কেটে চলে যাবো। আগে টিকিট কাটার চেষ্টা করেনি। কমিউটার ট্রেনে টিকিট কেটেই চলে যাবো।  

বাংলাদেশ সময়: ১৩১8 ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এনবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।