ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে রুনা হত্যা: ৭ বছর পর মূলহোতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
মাদারীপুরে রুনা হত্যা: ৭ বছর পর মূলহোতা আটক

মাদারীপুর: সাত বছর পর মাদারীপুরে গৃহবধূ রুনা আক্তার হত্যা মামলার প্রধান আসামি সোহেল খন্দকারকে (৩৪) আটক করেছে র‌্যাব।  

র্যাব-৮ ও র্যাব-৪  যৌথ অভিযান চালিয়ে সোমবার (১৭ এপ্রিল) রাতে ঢাকার শাহআলী থানার উত্তর সিটি মার্কেটের সামনে থেকে সোহেলকে আটক করে।

আসামি সোহেল খন্দকার মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর গ্রামের মৃত রহম খন্দকারের ছেলে।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে মাদারীপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প এবং র্যাব-৪ এর সদস্যরা যৌথভাবে বিশেষ আভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে মাদারীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাদারীপুর জেলার সদর থানার ২০১৩ সালে খুন হন রুনা। ঘটনার পর থেকে দীর্ঘ সাত বছর আত্মগোপনে ছিলেন সোহেল।

মামলায় সোহেলকে মূল পরিকল্পনাকরী ও হত্যাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।