ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘১০ টাকার ঈদ আনন্দ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
‘১০ টাকার ঈদ আনন্দ’

পাবনা: মাত্র ১০ টাকায় মিলছে দরিদ্র শিশুদের ঈদ আনন্দ। দশ টাকায় ঈদের পোশাক হাতে পেয়ে খুশি তারা।

 

পাবনা সুজানগর উপজেলার আবুল কাশেম ফাউন্ডেশন নামে একটি সংগঠনের উদ্যোগে ঈদ আনন্দ মিলছে এসব দরিদ্র পরিবারের শিশু ও অভিভাবকদের।

মাত্র ১০ টাকায় স্থানীয় মাঝে ঈদের নতুন পোশাক বিক্রি করেছে ফাউন্ডেশনটি।  

বড়দের পোশাক থেকে শুরু করে ছোটদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, লুঙ্গি, মেয়েদের বিভিন্ন রকমের পোশাক কিনছেন স্বল্প আয়ের মানুষেরা।  

ঈদ আনন্দ ভাগ করে নিতে ফাউন্ডেশনটির এমন ঈদ বাজারের উদ্যোগ বেশ সারা ফেলেছে সাধারণ মানুষের মধ্যে। এমন মহতি উদ্যোগে হাসি ফুটেছে অনেক দরিদ্র পরিবারের সদস্যদের মুখে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সুজানগর পৌর সদরের কাশেম প্লাজায় ‘১০ টাকার ঈদ আনন্দ’ শ্লোগানে এই ঈদ বাজারের উদ্বোধন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও সুজানগন উপজেলার চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।  

মঙ্গলবার থেকে শুরু হওয়া এ উদ্যোগ ঈদের আগেরদিন পর্যন্ত চলমান থাকবে। প্রতিদিন বেলা ১১টা থেকে পোশাক শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। স্বল্প আয়ের মানুষ ১০ টাকা দিয়ে তাদের পছন্দমত ঈদের জামা কাপড় কিনতে পেরে বেশ উচ্ছ্বসিত।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সানজিদা ইয়াসমিন টুম্পা বলেন, ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং স্বল্প আয়ের মানুষের ১০ টাকায়  নতুন পোশাক দিতে এমন আয়োজন করা হয়েছে। ঈদ হবে সবার যেখানে ধনী-দরিদ্র কোন ভেদাভেদ থাকবে না। আর ১০টা নেওয়ার অর্থ যেনো তারা মনে করে অর্থের বিনিময়ে পছন্দের পোশাক কিনতে পারছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর একটি অংশ যারা ঈদ, পূজা-পার্বণে নতুন পোশাক কিনতে পারেন না। তাদের কথা চিন্তা করে আবুল কাশেম ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে সেটি নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। সমাজের বিত্তবানদের এমন উদ্যোগে এগিয়ে আসা উচিত। তাহলে দরিদ্র মানুষ গুলোর কষ্ট লাঘব হবে।

ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন,হত দরিদ্রদের কথা চিন্তা করেই বিগত তিন বছরে ধরে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ১০ টাকা দিয়ে নতুন পোশাক দেয়ার উদ্দেশ্যে, যিনি নিচ্ছেন তিনি যেন মনে না করেন ফ্রি নিচ্ছেন। তিনি যেন মনে করেন তিনি টাকা দিয়েই নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।