ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ভাই-ব্রাদার’ গ্রুপের অস্ত্রধারী শিশির গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
‘ভাই-ব্রাদার’ গ্রুপের অস্ত্রধারী শিশির গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর কাফরুল এলাকা থেকে ভাই-ব্রাদার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী নিশাতের প্রধান সহযোগী অস্ত্রধারী আব্দুল্লাহ আল মাসুদ হাসান শিশিরকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

শনিবার (২২ এপ্রিল) তাকে গ্রেপ্তারের বিষয়টি জানান র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান।

তিনি জানান, শিশির কাফরুল থানাধীন ইব্রাহীমপুর এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে একটি অবৈধ বিদেশি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

শিশিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।