ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামপুরায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
রামপুরায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

ঢাকা: রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় মেহেদী হাসান (১৭) নামে ১০ম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রামপুরায় বাবা-মার সঙ্গে বসবাস করতো মেহেদী।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দেব জানান, রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশের সড়ক দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মেহেদী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এসআই সুজন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।