ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সবুজবাগে মাছের ঘের থেকে ম্যাগজিনসহ পিস্তল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
সবুজবাগে মাছের ঘের থেকে ম্যাগজিনসহ পিস্তল উদ্ধার

ঢাকা: রাজধানীর সবুজবাগের ভাইকদিয়া এলাকায় মাছের ঘের থেকে পরিত্যক্ত অবস্থায় খালি ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৮টায় ভাইকদিয়া এলাকার আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তির মাছের ঘের থেকে পিস্তাল ও ম্যাগজিনটি উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

সবুজবাগ থানার বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাইকদিয়ার একটি মাছের ঘেরে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় খালি ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।