ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত ছবি: প্রতীকী

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাজমুল হাওলাদার (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।  

শনিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার দ্বিতীয়খণ্ড এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নাজমুল উপজেলার কাদিরপুর ইউনিয়নের সিকিম আলী মাদবর কান্দি গ্রামের নান্দু হাওলাদারের ছেলে। সে কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, দুপুরে উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামে ফুফুর বাড়িতে ঈদের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি কাদিরপুর ফিরছিল নাজমুল, তার বন্ধু জাহিদ ও আকরাম। পথে দ্বিতীয়খণ্ড ইউনিয়নের জিনারগেট এলাকায় এলে মোটরসাইকেলটি মাইল ফলক পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ সময় তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ জানান, দ্রুত গতির কারণে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়ে একজন নিহত ও দুজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।