ভোলা: পর্যটকদের ঢল নেমেছে ভোলার বিনোদন কেন্দ্রগুলোয়। ঈদের ছুটিতে হাজার হাজার ভ্রমণপিপাসু মানুষ ছুটে আসছেন একটু বিনোদনের আশায়।
ভোলার তুলাতলী ও ইলিশ বাড়িসহ কয়েকটি পর্যটন কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেউ ছবি তুলছেন, কেউ নৌকায় ঘুরছেন আবার কেউবা প্রিয়জনকে নিয়ে বাঁধের ওপর নির্মল বাতাসে হেঁটে বেড়াচ্ছেন।
নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষ একটু প্রশান্তির আশায় ঘুরে বেড়াচ্ছেন ইলিশ বাড়ি, তুলাতলী, মেঘনা রিসোর্ট, বাঘমারা ব্রিজ ও ইকোপার্কসহ দর্শনীয় স্থানে। প্রকৃতির নির্মল বাতাস, নদীর ঢেউ আর সবুজে ঘেরা সৌন্দর্য উপভোগ করে মুগ্ধ তারা।
মহরিন ও সানজিদা ও মৌ বলেন, ঈদের ছুটিতে ঘুরতে এসেছি। খুব ভালো লাগছে। এদিকে বড়দের মতো ছোট ছোট শিশু-কিশোররাও বাধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছে।
এ গরমে যান্ত্রিক জীবনে একটু প্রশান্তি পেতে সবাই যেন ছুটছেন মেঘনা পাড়ে। আর তাই বিপুল সংখ্যক ভ্রমণপিপাসু মানুষের ঢল নেমেছে এসব স্থানে।
এদিকে পর্যটকদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, পর্যটকদের নিরাপত্তায় আমরা নিয়োজিত রয়েছি। সব কয়টি পর্যটন কেন্দ্রে ভিড় রয়েছে ও সেখানে পুলিশ রয়েছে।
ঈদের ছুটি যতদিন, ততদিন পর্যটকদের এমন ঢল থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
আরবি