ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়া থানার জব্দ করা গাড়ির স্তূপে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
আশুলিয়া থানার জব্দ করা গাড়ির স্তূপে আগুন

সাভার, (ঢাকা): সাভারের আশুলিয়া থানায় জব্দ করা গাড়ির স্তূপে আগুনের ঘটনা ঘটেছে। ত্রিশ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রোববার (২৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক ঘেঁষা থানার পাশেই গাড়ির স্তূপে আগুনের ঘটনাটি ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শান্ত সেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগুনের খবর পেয়ে আমরা ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণের কাজ শুরু করি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে আগুন লাগে। ক্ষয়ক্ষতির হিসান করা হচ্ছে।

আশুলিয়া থানার মালখানার দায়িত্বে থাকা কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে কি কি ক্ষতি হলো। পরে বিস্তারিত জানাতে পারবো।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এসএফ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।