গাজীপুর: গাজীপুরে পৃথক দুটি ঘটনায় একটি পাঁচতলা ভবনের জুতার গুদাম এবং চারটি ঝুট গুদাম পুড়ে গেছে।
সোমবার (২৪ এপ্রিল) ভোরে পৃথক এলাকায় এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ সানমুন মার্কেট এলাকায় ঝুট গুদামে আগুন লাগে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসের খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দেড় ঘণ্টায় চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরিভাবে নেভায়। তবে তাৎক্ষণিক আগুনে সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে চারটি ঝুটের গুদাম ও ঝুট মালামাল পুড়ে গেছে।
এদিকে রাত সাড়ে ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলায় জুতার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মী ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধা ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পুড়ে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
আরএস/এএটি