ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদের তৃতীয় দিনে সড়কে ঝরলো ১১ প্রাণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
ঈদের তৃতীয় দিনে সড়কে ঝরলো ১১ প্রাণ 

পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নেত্রকোনায় দুইজন, নীলফামারীতে দুইজন, চাঁপাইনবাবগঞ্জে তিনজন, সিলেটে এক নারী, ঝিনাইদহে দুইজন এবং চাঁদপুরে একজন।

সোমবার (২৪ এপ্রিল) সারা দিনে এসব দুর্ঘটনা ঘটে।  

বাংলানিউজের স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর:  

নেত্রকোনা: নেত্রকোনায় মাছবাহী একটি পিকআপভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে দুইজন।
 
সোমবার সকাল ১০টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের সদর উপজেলার কান্দুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
 
নিহতরা হচ্ছেন- বারহাট্টা উপজেলার মনাষ গ্রামের তুলসী দাসের ছেলে হারাধন দাস (৪০) এবং সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রমনী সরকারের ছেলে রমেশ সরকার (৪২)।  

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  
সোমবার দুপুরে উপজেলার ডাংগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- উপজেলার ডাঙ্গার হাট এলাকার বাচ্চু মিয়ার ছেলে রাফিক ইসলাম (২২) ও বুলু হোসেনের ছেলে রিপন ইসলাম (২৪)। তারা দুজন বন্ধু।
 
বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) সকালে ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বায়িরাপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে জাহিদ (১৯), ইসলামপুর কাজিপাড়ার আব্দুর রশিদের ছেলে ওমর ফারুক (১৭) ও গোলাপের হাট এলাকার আব্দুর রকিবের সাড়ে চার বছর বয়সী মেয়ে আতিয়া।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার রশিদপুর এলাকায় জ্বালানি তেল বহনকারী ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুলতানা বেগম (৪৫) নামে এক নারী হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের মধ্যবর্তী সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতানা উপজেলার লালাবাজার ইউনিয়নের আদিতপুর গ্রামের তোতা মিয়ার স্ত্রী।  

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দোহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।  

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে ধাক্কায় ইমন হোসেন (১৭) ও আজীম হোসেন (১৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে ওই উপজেলার রাজবাড়ী  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন ঝিনাইদহ সদর উপজেলার ভিটশ্বর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে, আজীম হোসেন একই গ্রামের জয়নদ্দির ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।  

চাঁদপুর: চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে মো. পারভেজ আহম্মেদ দেলোয়ার (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শাহরাস্তি এবং হাজীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা ওয়ারুক রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দেলোয়ার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পার্শ্ববর্তী এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।