ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রুমায় সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলি, আতঙ্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
রুমায় সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলি, আতঙ্ক

বান্দরবান: বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সশস্ত্র দুটি গ্রুপের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে।

উপজেলার পাইন্দু ইউনিয়নের দুর্গম ৮নং ওয়ার্ডের মুয়ালপি পাড়া এলাকায় মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর থেকে এই গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মনির।

তিনি জানান, মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর ৪টা থেকে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে ইউপিডিএফ গণতান্ত্রিক (সংস্কার) গ্রুপের গোলাগুলি হয় বলে আমরা জানতে পেরেছি। দুপুর ২টা নাগাদ গোলাগুলি বন্ধ হয়েছে।

ওসি আরও জানান, তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে কাজ করছি।

এদিকে, গোলাগুলির এই ঘটনায় আতঙ্কে মুয়ালপি পাড়ার বেশ কয়েকটি পরিবার রুমা সদরে আশ্রয় নিয়েছে। যার ফলে ওই এলাকা এখন জনশূন্য বলে জানা গেছে।

এর আগে গত ২১ এপ্রিল মুয়ালপি পাড়ার দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এতে ওই পাড়ার ৫০টি মারমা পরিবারের ২৩৩ জন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে রুমা উপজেলা সদরের মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভবনে আশ্রয় নেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।