ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক পার হতে গিয়ে বাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
সড়ক পার হতে গিয়ে বাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মাজেদা খাতুন (৭৬) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালকসহ মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী।

 

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী সড়কের ফান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মাজেদা খাতুন মেনকীফান্দা গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বাড়ি ফিরতে রাস্তা পার হচ্ছিলেন মাজেদা। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোমেন মিয়া জানান, স্থানীয়রা আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।