ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম ছবি: প্রতীকী

খুলনা: পূর্ব শত্রুতার জের ধরে খুলনায় জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মো. আবু ও মো. মাহাতাব হোসেন নাম দুইজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ এপ্রিল) মহানগরীর শেরে এ বাংলা রোডে এ ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেছে।

মো. আবু হাজীবাড়ি এলাকার মো. শেখ আফতাব উদ্দিনের ছেলে ও মো. মাহাতাব হোসেন বড় বয়রা এলাকার জনৈক ইসহাক মিয়ার ছেলে।

স্থানীয়রা বলেন, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময়ে দুর্বৃত্তদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আবু ও তার ফুফাতো ভাই মাহাতাবের মাথায়, পিঠে ও মুখে আঘাত করে। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে খুমেক হাসপাতালের ভর্তি করা হয়।

খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. টিপু বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা মো. আবু ও মো. মাহাতাব হোসেনের ওপর হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।