ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শার্শায় ২ মণ গাঁজা জব্দ 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
শার্শায় ২ মণ গাঁজা জব্দ 

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার শালতা এলাকা থেকে ৭৮ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

শনিবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার শালতা গ্রামের কাতলা কুড়োর বিল থেকে এই গাঁজার চালানটি উদ্ধার করা হয়।  

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহাদাত হোসেন জানান, ভারত থেকে ৭-৮ জন চোরাকারবারি বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করে শার্শার কুড়োর বিল এলাকায় অবস্থান করছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে সেখানে অভিযানে গেলে ভারত সীমান্তের দিক থেকে ৭-৮ ব্যক্তির মাথায় বস্তা নিয়ে আসতে দেখা যায়। এ সময় তাদের থামতে বলা হলে তারা বস্তাগুলো ফেলে দিয়ে পালিয়ে যান। সেখান ফেলে যাওয়া ১০টি বস্তা জব্দ করা হয়। পরবর্তীকালে বস্তাগুলো খুললে ৭৮ কেজি গাঁজা পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।