ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজার গভীর সমুদ্র থেকে ১৯ জেলেকে জীবিত উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
কক্সবাজার গভীর সমুদ্র থেকে ১৯ জেলেকে জীবিত উদ্ধার

কক্সবাজার: গভীর সমুদ্র থেকে ফিশিং ট্রলারসহ ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ২২ দশমিক ৫ নটিকাল মাইল ডাউনে গভীর সমুদ্রে থেকে তাদের উদ্ধার করা হয়।

বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন আব্দুর রহমান। তিনি বলেন, গত ২৩ এপ্রিল এফভি ‘সজীব-১’ নামে একটি ফিশিং ট্রলার ভোলা জেলার মনপুরা এলাকা হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। একপর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে গভীর সমুদ্রে ভাসতে থাকে। গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে প্রশাসনকে জানায়।

যদিও গভীর সমুদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেনি জেলেরা। খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন কক্সবাজার ও কোস্টগার্ডের টহল টিম সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করে। আজ শনিবার সকালে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ২২ দশমিক ৫ নটিকাল মাইল ডাউনে গভীর সমুদ্রে থেকে ফিশিং ট্রলারসহ ১৯ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে। তাদের ফিরিয়ে এনে ট্রলারের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার বিএন আব্দুর রহমান।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।