ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় গার্মেন্টসপট্টিতে আগুন, ক্ষতি ২৫ লাখ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
আলমডাঙ্গায় গার্মেন্টসপট্টিতে আগুন, ক্ষতি ২৫ লাখ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গার্মেন্টস পট্টিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।  

শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পট্টির এসএনবি মার্কেটের মোল্লা গার্মেন্টসে আগুন লাগে।

আগুনে ২০/২৫ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত সঠিকভাবে নির্ণয় করা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

প্রত্যক্ষদর্শিরা জানায়, আলমডাঙ্গার গার্মেন্টস পট্টির মোল্লা গার্মেন্টের মালিক শিমুল প্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাড়ির পথে রওনা দেন। রাত সাড়ে ১০টার দিকে কাপড়পট্টির এসএনবি মার্কেটে হঠাৎ ধোয়া দেখতে পান নৈশপ্রহরী। সঙ্গে সঙ্গে সংবাদ দেওয়া হয় ফায়ার সার্ভিস কর্মিদের। পুলিশের একটি টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় আগুনের ধোয়া ছড়িয়ে পড়ে মার্কেটের অন্য দোকান গুলোতেও। ধোঁয়া দেখে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে মোল্লা গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, আমরা আগুনের সংবাদ পেয়ে গার্মেন্টস পট্টিতে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব না। তবে দোকান মালিকের তথ্য অনুযায়ী ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।  ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩

এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।