ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
ফরিদপুরে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সুন্নতে খাতনার দাওয়াত দেওয়া নিয়ে আপন ভাতিজাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ আরো ১০  জন আহত হয়েছে বলে জানা গেছে।

 

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, সুন্নতে খাতনার দাওয়াত দেওয়া নিয়ে চাচা মো. সিরাজ কারিকরের সঙ্গে ভাতিজা মো. ওবায়দুর কারিকরের মধ্যে কয়দিন ধরে বিরোধ চলছিল। শনিবার বিকেলে বাড়ির পাশে চাচা-ভাতিজা কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা সিরাজ কারিকর রামদা নিয়ে ভাতিজা ওবায়দুরের মাথায় কোঁপ দেয়। এতে সঙ্গে সঙ্গেই ওবায়দুর মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহতের ভাই ফারুক কারিকর বলেন, গত ২৬ এপ্রিল আমার চাচাতো ভাই রবিউল কারিকরের ছেলে মোস্তফা কারিকরের সুন্নতে খাতনা অনুষ্ঠান করি। এতে চাচা সিরাজ কারিকরকে দাওয়াত দেওয়ার পরেও তিনি অনুষ্ঠানে আসেননি। শনিবার বিকেলে ওবায়দুর আর চাচা সিরাজ কথাকাটাকাটি করছিল। এমন সময় চাচা রামদা নিয়ে আমার ভাই ওবায়দুরের মাথায় কোঁপ দেয়। পরে আহত ভাইকে উদ্ধার করতে এগিয়ে গেলে চাচা সিরাজ, আরেক চাচা পাউচা কারিকরের ছেলে আওলাদ, জাহাঙ্গীরসহ আরো ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে মহিলাসহ আরো ১০ জন আহত হয়। আহতদের নগরকান্দা ও মুকসুদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, সুন্নতে খাতনার দাওয়াত দেওয়া নিয়ে একই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ওবায়দুর (৩৫) নামে একজন নিহত হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।