ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

র‌্যাব পরিচয়ে ছিনতাইয়ের সময় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
র‌্যাব পরিচয়ে ছিনতাইয়ের সময় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার  প্রতীকী ছবি

রাজশাহী: র‌্যাব পরিচয়ে তল্লাশির নামে ছিনতাই করছিলেন পুলিশের এক কনস্টেবল। কিন্তু সন্দেহ হলে শেষ পর্যন্ত তাকে এক সহযোগীসহ ধরে র‌্যাবের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাপাল গ্রামে শনিবার (২৯ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (৩০ এপ্রিল) দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের নাম- আবু হেনা মোস্তফা কামাল (৩১)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের তাহেরুল ইসলামের ছেলে।  তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দামকুড়া থানায় কর্মরত।  

গ্রেপ্তার তার সহযোগীর নাম মো. রাব্বী (২৭)। তিনি নগরের রাজপাড়া থানার ভাটাপাড়া আপেল ডেকোরেটর মোড় এলাকার আমিনুল ইসলামের ছেলে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে গোদাগাড়ীর চাপাল এলাকায় বুলবুল আহম্মেদ (২৪) নামের এক যুবককে তল্লাশি করছিলেন আবু হেনা ও রাব্বী। তল্লাশির নামে তারা বুলবুলের মোবাইল ফোন কেড়ে নেন। বুলবুল পরিচয় জানতে চাইলে আবু হেনা জানান, তিনি র‌্যাবের লোক। এ সময় বুলবুল পরিচয়পত্র দেখতে চাইলে আবু হেনা ও রাব্বী তাকে মারধর শুরু করেন।

এ সময় ভুক্তভোগী বুলবুলের চিৎকারে স্থানীয় লোকজন এসে দুজনকে আটক করে। এরপর র‌্যাব-৫ এবং গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হয়। পুলিশ ও র‌্যাব সদস্যরা সেখানে গেলে আবু হেনা মোস্তফা কামাল নিজেকে পুলিশ কনস্টেবল হিসেবে পরিচয় দেন। পরে র‌্যাবের একটি দল দুজনকে আটক করে র‌্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে যায়। এরপর জিজ্ঞাসাবাদ শেষ শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব আটক দুজনকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করে।

ওসি জানান, এই ঘটনার পর রোববার সকালে র‌্যাবের পক্ষ থেকে অভিযুক্ত ওই দুজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে র‌্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন যে, তারা ছিনতাইয়ের উদ্দেশেই গত রাতে সেখানে গিয়েছিলেন। তাই র‌্যাবের মিথ্যা পরিচয় দেওয়া এবং ছিনতাইয়ের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম বলেন, পুলিশ কনস্টেবলের এই ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

বাংলাদেশ সময় : ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসএস/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।