ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এসএসসির প্রশ্নফাঁসের প্রলোভনে অর্থ আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মে ১, ২০২৩
এসএসসির প্রশ্নফাঁসের প্রলোভনে অর্থ আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

ঢাকা: এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

সোমবার (১ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ডিসি মো. ফারুক হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে সোমবার (৩০ এপ্রিল) বগুড়া জেলার ধুনট থানার মহিশুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেপ্তার প্রতারক হলেন মো. রবিন বাবু। অভিযানকালে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়। রবিন সিরাজগঞ্জের কাজিপুরের মনসুর আলী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।  

এদিকে সিটিটিসি সূত্রে জানা যায়, প্রতিটি পাবলিক পরীক্ষার সময় কিছু অসাধু চক্র অর্থ হাতিয়ে নেওয়ার জন্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার জন্য ফেসবুক, মেসেঞ্জার ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রচারণা চালায়।

সূত্রটি আরও জানায়, গ্রেপ্তার রবিন মূলত ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে মেসেঞ্জার ও ফেসবুকে শতভাগ নিশ্চয়তা সহকারে বিভিন্ন বোর্ডের সব বিষয়ের প্রশ্নফাঁস করার বিজ্ঞাপন দেয়। ভুয়া প্রশ্নপত্রের সেই ছবি বিভিন্ন জনকে একটি গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে বলে তিনি ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচারণা চালায়। এভাবে তিনি বিকাশের মাধ্যমে পরীক্ষার্থীর কাছে প্রশ্নপত্র ফাঁস করার নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। এ প্রতারক চক্রের বিভিন্ন পেজ ও গ্রুপের ফলোয়ার সংখ্যা প্রায় এক হাজার জন।

গ্রেপ্তার রবিনের নামে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ফারুক হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ০১, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।