ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মে ১, ২০২৩
সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জ: সলঙ্গা ইউনিয়নে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (১ মে) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রয়হাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বগুড়া থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। পথে রয়হাটি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

উদ্ধার কাজ চলমান। শেষ হলে বিস্তারিত জানানো হব বলেও তিনি গণমাধ্যমকে জানান।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।