ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছেলেসহ নিখোঁজ হওয়ার ১ দিন পর মিলল সাবেক মেম্বরের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, মে ২, ২০২৩
ছেলেসহ নিখোঁজ হওয়ার ১ দিন পর মিলল সাবেক মেম্বরের মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার একদিন পর রিপন তালুকদার (৪২) নামে এক সাবেক মেম্বরের (ইউপি সদস্য) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০১ মে) সন্ধ্যায় উপজেলার দূর্গম চরাঞ্চল চরগিরিশ ইউনিয়নের বারজান এলাকায় যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিপন তালুকদার চরগিরিশ ইউনিয়নের সিন্দুর আটা গ্ৰামের মো. শহীদ তালুকদারের ছেলে ও চরগিরিশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বাংলানিউজকে জানান, রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ইউপি সদস্য রিপন তালুকদার তার ছেলে আশিক বাবুকে (১৩) নিয়ে শ্বশুরবাড়ি নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রিদোরতা গ্রামে যাওয়ার পথে নিখোঁজ হন। পরে সোমবার সন্ধ্যার আগে বারজান এলাকায় যমুনা নদীতে তার ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত তার ছেলে আশিক নিখোঁজ রয়েছে।

ওসি আরও বলেন, নিহত রিপনের মরদেহে বাহ্যিক কোনো চিহ্ন পাওয়া যায়নি। এটা হত্যাকাণ্ড কিনা সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, মে ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।