ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইনজীবী শাহজালাল কিবরিয়া মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মে ২, ২০২৩
আইনজীবী শাহজালাল কিবরিয়া মারা গেছেন

ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. শাহজালাল কিবরিয়া (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

মঙ্গলবার (২ মে) সকাল ৬টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

আইনজীবী শাহজালাল কিবরিয়া ঢাকা মহানগর পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ছিলেন।  

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সারুতিয়া গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।  

আইনজীবী শাহজালাল কিবরিয়ার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের গভীর শোক প্রকাশ করেন। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মে ০২, ২০২৩
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।