ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

মধুপুরে বন্ধুকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মে ২, ২০২৩
মধুপুরে বন্ধুকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে মদ পান করে ফেরার পথে শমসের মিয়া (২৩) নামে এক বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

খবর পেয়ে পুলিশ মঙ্গলবার (২ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের তিনের তাল এলাকা নামক স্থানের একটি আনারস বাগান থেকে মরদেহটি উদ্ধার করে।

 

নিহত শমসের একই ইউনিয়নের হরিণধরা গ্রামের ফজলুল হকের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, রাতে শমসেরসহ কয়েকজন বন্ধু মদ পান করতে যান। মদ পান করে ফেরার পথে তাদের মধ্যে কোনো বিষয়ে কথা কাটাকাটি হতে পারে। এরই জেরে শমসের আলীকে কুপিয়ে হত্যা করা হতে পারে ধারণা করা হচ্ছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। নিহতের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাকে হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, মে ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।