ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ২, ২০২৩
পাথরঘাটায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২ মে) দুপুর ২টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত মরিয়ম একই এলাকার শহিদুল ইসলামের মেয়ে।  

জানা গেছে, দুপুরে দিকে বাড়ির উঠানে কয়েকটি শিশু একসঙ্গে খেলছিল মরিয়ম। এর একপর্যায় সবার অগোচরে পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে শিশুটিকে বেশ কিছু বাড়িতে না দেখে খোঁজ শুরু পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে পানিতে ভাসমান ও নিথারস্থায় মরিয়মকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া আইনগত ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।