ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চোরাই মোটরসাইকেল উদ্ধার, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মে ২, ২০২৩
চোরাই মোটরসাইকেল উদ্ধার, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফেনী: ফেনীর সোনাগাজীতে দুটি এফ জেড চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০২) বিকালে সোনাগাজী থানা এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাখরিয়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে শাহজাহান সাজু (৩৫) এবং পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের চরগণেশ গ্রামের ব্যাপারী বাড়ির আবুল কাশেমের ছেলে ছাব্বির হোসেন (২২)।  

সোনাগাজী মডেল থানা পুলিশের সহযোগিতায় ধানমন্ডি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং মোটরসাইকেল গুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, চলতি বছরের ১২ জানুয়ারি ধানমন্ডি থানায় একটি মোটরসাইকেল চুরির মামলার তদন্তে বেরিয়ে আসে সোনাগাজীর সাজু ও ছাব্বিরের নাম। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ জানতে পারে উল্লেখিতরা দীর্ঘদিন যাবত বেশকয়েকটি চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত।  

তাদের কাছ থেকে দুটি নীল ও সাদা রংয়ের এফ জেড চোরাই মোটরসাইকেল ভার্সন-১ ও ২ উদ্ধার করা হয়।  

ধানমন্ডি থানার এসআই শেখ আজমাইন খান ও সোনাগাজী মডেল থানার এসআই মো. মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ২, ২০২৩ 
এসএইচডি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।