ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে বালু উত্তোলন, দুর্গাপুরে এক ব্যক্তিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মে ২, ২০২৩
অবৈধভাবে বালু উত্তোলন, দুর্গাপুরে এক ব্যক্তিকে জরিমানা

নেত্রকোনা: অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নেত্রকোনার দুর্গাপুরে জয়নাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কুনিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলাম।  

মো. আরিফুল ইসলাম জানান, কুনিয়া ব্রিজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে -এমন গোপন তথ্য পেয়ে সেখানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সত্যতা পাওয়ায় এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার কোথাও অবৈধ উপায়ে খনন যন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মে ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।