ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাস্তার পাশে পড়েছিল সাবেক ইউপি সদস্যের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মে ৩, ২০২৩
রাস্তার পাশে পড়েছিল সাবেক ইউপি সদস্যের মরদেহ

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আব্দুল কাইয়ূমের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু স্টোকজনিত কারণে হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (০৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার পাগলা বাজার সংলগ্ন এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ূম উপজেলার ৩ নম্বর চরআলগী ইউনিয়নের চরছলন্দ গ্রামের মৃত সুলাইমান ইসলামের ছেলে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দুল কাইয়ূম র্দীঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার দুই হার্টে ব্লক ধরা পড়েছে। সকালে তিনি পাগলা বাজার থেকে তরকারি নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে স্টোক করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।