ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল চোর চক্রের হোতা আটক

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মে ৫, ২০২৩
মোটরসাইকেল চোর চক্রের হোতা আটক

ঢাকা: যশোরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের অন্যতম হোতা সৈয়দ মাহামুদ হাসানকে (৩৭) আটক করেছ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (৫ মে) যশোরের কোতয়ালী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, যশোর থেকে বৃহৎ এবং সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের অন্যতম মূলহোতা সৈয়দ মাহামুদ হাসানকে আটক করা হয়েছে।

শনিবার (৬ মে) দুপুরে টিকাটুলি র‌্যাব-৩ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ০৫, ২০২৩
পিএম/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।