ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৪ কৃষকের খড়ের গাদা

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মে ৫, ২০২৩
দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৪ কৃষকের খড়ের গাদা

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার মধ্য নারিকেল বাড়িয়া গ্রামে খেলার ছলে ৫ বছর বয়সী শিশু খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। শুক্রবার (৫ মে) দুপুর ১২টার দিকের এঘটনায় ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ততক্ষণে পুরো খড়ের গাদাটি পুড়ে ছাই হয়ে যায়।  

অপরদিকে, রাজাপুরের বাগড়ি বাঁশতলা এলাকায় বরিশাল-খুলনা মহসড়কের পাশের একটি খড়ের গাদায় রাতের অন্ধকারে দুর্বৃত্তরা আগুন দিয়ে এক কৃষকের গো-খাদ্য পুড়িয়ে দেয়। গত বুধবার দিনগত রাতে কৃষক তার খড়ের গাদায় আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে ফোন দেন। ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় দুই কৃষকের দুটি খড়ের গাদায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার (৪ মে) ভোররাতে আওড়াবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।  

পুলিশ জানায়, জাঙ্গালিয়া গ্রামের কৃষক বিমল চন্দ্র হাওলাদার ও মনীন্দ্র বেপারী ধান মাড়াইয়ের পর গবাদি পশুর খাদ্য হিসেবে জমিয়ে বাড়ির পাশে দুটি খড়ের গাদা তৈরি করে। রাতে দুর্বৃত্তরা খড়ের গাদা দুটিতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে খড়ের গাদা পুড়ে ছাই হয়ে যায়। এতে দুই কৃষকের অর্ধলাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।  

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মে ৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।