ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পার্লামেন্ট মেম্বার ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্পেশাল করেসপনেডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, মে ৭, ২০২৩
পার্লামেন্ট মেম্বার ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা: পার্লামেন্ট মেম্বার ক্লাবের উদ্যোগে 'ঈদ পুনর্মিলনী-২০২৩' অনুষ্ঠিত হলেয়ে৷

শনিবার (০৬ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আমন্ত্রিত অতিথি হিসেবে সপরিবারে উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ এবং পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপিসহ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরীসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ঈদ পুনর্মিলনীতে মমতাজ বেগম এমপি এবং বাপ্পা মজুমদারসহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন অনুষ্ঠানে উপস্থিত থেকে উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এসকে/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।