ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শুরু হলো আফতাবনগরে পাসপোর্ট অফিসের কার্যক্রম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মে ৭, ২০২৩
শুরু হলো আফতাবনগরে পাসপোর্ট অফিসের কার্যক্রম

ঢাকা: রাজধানীর নয় থানার বাসিন্দাদের জন্য আফতাবনগরে নতুন আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (০৭ মে) সকালে আফতাব নগর এফ ব্লকের দুই নম্বর সেক্টরের চার তলা একটি ভবনে ঢাকা পূর্ব নামে অফিসটির কার্যক্রম শুরু হয়।

এখানে মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, বাড্ডা, হাতিরঝিল থানার বাসিন্দারা পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় কাজ করবেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন পাসপোর্ট অফিসটির কার্যক্রম শুরু হয়েছে। শুরুর দিন থেকেই পাসপোর্ট আবেদনকারীদের সেবা দেওয়া হচ্ছে। পাসপোর্ট আবেদন জমা থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট ও ছবিও নেওয়া হয়েছে। তবে নতুন অফিস হওয়ায় লোকবলের কিছু সংকট রয়েছে, যা দ্রুত সমাধান হয়ে যাবে।

কার্যক্রম শুরু হওয়ার পর আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব এর উপ-সহকারী পরিচালক মো. গোলাম ইয়াসিন জানান, নতুন অফিসটির কার্যক্রম শুরু হয়ে গেছে। পাসপোর্ট অফিসে যত সেবা দেওয়া হয় আজ এখান থেকে সেসব সেবা দেওয়া হচ্ছে।

বাংলদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ০৭, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।