ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

থাই চেম্বারের সভাপতি হলেন শামস মাহমুদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মে ৭, ২০২৩
থাই চেম্বারের সভাপতি হলেন শামস মাহমুদ

ঢাকা: বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন শামস মাহমুদ। মো. মুনির হোসেন সিনিয়র সহ-সভাপতি, মো. সালেম সোলাইমান সহ-সভাপতি, শামীমা রহমান পরিচালক প্রশাসন এবং মো. জুনাইদ ইবনে আলী পরিচালক অর্থ হিসেবে নির্বাচিত হয়েছেন।

রোববার (৭ মে) থাই চেম্বার অব কমার্স জানায়, সংস্থার ১৭তম বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২০২৫ মেয়াদের জন্য নতুন কমিটি গঠিত হয়।

চেম্বারের নব নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন—আবুল কাশেম খান, মোহাম্মদ হোসাইন সাত্তার, জাফর উম্মেদ খান, সুচাত শান্তিপদ, কিয়াতকাতি চাত্তপাকনাম, শাহ্জাদা এ হামিদ, মো: আহসানুজ্জামান, ব্রাহ্মান্দ প্রতাপ বড়ুয়া, জুবায়ের হাসান চৌধুরী এবং এম কে করিম অন্তু।

শামস মাহমুদ কনস্যুলার কর্পস বাংলাদেশের মহাসচিব ও বাংলাদেশ-ফিলিপাইন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ০৭, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।