ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় গানে গানে মানব পাচার রুখে দেওয়ার শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মে ৭, ২০২৩
সাতক্ষীরায় গানে গানে মানব পাচার রুখে দেওয়ার শপথ

সাতক্ষীরা: জেলায় গানের তালে তালে মানব পাচার রুখে দেওয়ার শপথ নিলেন তরুণেরা।

রোববার (০৭ মে) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত কনসার্টে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী চন্দনা মজুমদার ও সন্দীপন তরুণদের এই শপথ করান।

বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত ‌‘আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের  জন্য’ প্রকল্পের মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের আওতায় এই সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্য চিত্র ‘আগুন পাখি’ প্রদর্শন করা হয়। এছাড়া পরিবেশন করা হয় মানব পাচার বিরোধী পট গান।

বিজ্ঞাপনী সংস্থা কুল এক্সপোজারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কনসার্টে আশ্বাস প্রকল্পের ম্যানেজার নাজমুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে পট গান পরিবেশন করা হয়। এরপর মঞ্চে ওঠেন সন্দীপন। গানের ফাঁকে ফাঁকে মানব পাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। সন্দীপনের গানের রেশ না কাটতেই মঞ্চে আসেন জনপ্রিয় লোকশিল্পী চন্দনা মজুমদার।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।